স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে গণসংযোগের শেষদিনে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির কাছে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করেছেন অ্যাড. সেলিম-ফজলু পরিষদের প্রার্থীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আরামপাড়ায় এমপির নিজ বাসভবনে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা চক্ষু হাসপাতাল চত্বরে রেডক্রিসেন্ট ইউনিটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১ হাজার ৩৬৪ ভোটার ভোট প্রদান করবেন। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে অ্যাড. সেলিম-ফজলু পরিষদে ভাইস চেয়ারম্যান পদে সেলিম উদ্দিন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ প্যানেলে সাধারণ সম্পাদক পদে ফজলুর রহমান, পাঁচ সদস্য পদে জেলা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) অ্যাড. মোল্লা আব্দুল রশিদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন (এপিপি), অ্যাডভোকেট ও সাংবাদিক রফিকুল ইসলাম ও জেলা জ্বালানী তৈল পরিবেশক ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দার প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য, জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সাথে অ্যাড. সেলিম-ফজলু পরিষদের প্রার্থীরা তার কাছে ভোট প্রার্থনা ও দোয়া চেয়ে সাক্ষাত করেন। এ সময় তিনি প্রার্থীদের কাছে ভোটের সার্বিক খোঁজ খবর জানতে চান। হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এ সময় প্রার্থীদের জন্য শুভ কামনা করেন এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য সকলের সহযোগিতাও কমনা করেন। এসময় সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন উপস্থিত ছিলেন। অ্যাড. সেলিম-ফজলু পরিষদ চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট ও চক্ষু হাসপাতালের উন্নত চিকিৎসা সেবা প্রদান, ব্লাড ব্যাংক স্থাপন, দুস্থ এতিম গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করণের লক্ষ্যে এ প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অনুরোধ করেছেন।