চুয়াডাঙ্গা জালশুকার বিশিষ্ট সমাজ সেবক মকবুল হোসেনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জালশুকার বিশিষ্ট সমাজসেবী কেরুজ অবসপ্রাপ্ত ফার্ম সুপারভাইজার মকবুল হোসেন ইন্তেকাল (ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসে কর্কট রোগে ভুগছিলেন। গতরাতে বাদ এশা গ্রামের ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে গ্রামেরই কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় অসংখ্য মুসল্লি শরিক হন।
চুয়াডাঙ্গা জেলা সদরের জালশুকা গ্রামের মরহুম মনিরুউদ্দীন মণ্ডলের ছেলে মকুল হোসেন দীর্ঘদিন কেরুজ ফার্ম সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ফুলবাড়ি খামার সুপারভাইজার পদে কর্মরত থাকাকালে ১ বছর ৪ মাস আগে অবসরগ্রহণ করেন। এর কিছুদিনের মাথায় তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালছিলো। গতকাল তিনি নিজবাড়িতেই ইন্তেকাল করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো দেখার জন্য মরহুমের বাড়িতে ভীড় জমে। মকবুল হোসেন মৃত্যুকালে স্ত্রী, দু’ছেলে দু’মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে শহিদুল ইসলাম তার পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।