চুয়াডাঙ্গায় অবৈধযান আলমসাধুর ধাক্কায় শিশু আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সড়াবাড়িয়ায় অবৈধযান আলমসাধুর ধাক্কায় পথচারী শিশু হামিদা খাতুন গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ব্যারেল ভর্তি মাছ বহনকারী দ্রুতগতির দুটি অবৈধ  আলমসাধুর পাল্লাপাল্লিতে অপর আলমসাধুর ধাক্কায় সে আহত হয়েছে। হামিদা খাতুন চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া ইটভাটাপাড়ার আমির আহমেদের মেয়ে। প্রত্যক্ষদর্শী আমির আহমেদ বলেন, গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তার তিন বছরের শিশুকন্যা হামিদা খাতুন বাড়ি থেকে বের হয়ে পাকারাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলো। সড়াবাড়িয়া গ্রাম থেকে ব্যারেলে মাছ বোঝাই দুটি আলমসাধু পাল্লা দিয়ে সরোজগঞ্জ অভিমুখে যাচ্ছিলো। একটি আলমসাধু পাকারাস্তা থেকে মাটিতে নেমে হামিদা খাতুনকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের লোকজন আলমসাধুটি আটক করে। খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা হামিদা খাতুনকে  আহত অবস্হায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। হামিদা খাতুনের আঘাত গুরুতর হওয়ায় ডা. ওয়ালিউর রহমান নয়ন উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে রাজশাহী নেয়া হয়েছে।