গাংনী প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের আগমন উপলক্ষে গাংনীতে সাজ সাজ রব বিরাজ করছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে ভাটপাড়া ডিসি পার্কসহ গোটা এলাকা। প্রশাসনের পাশাপাশি ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে চলছে গণসংযোগ ও প্রচারণা। লক্ষ্য বিপুল লোক সমাগম। অপরদিকে মন্ত্রীর মাধ্যমে জেলার পর্যটন খাতের কাক্সিক্ষত উন্নয়নের পথ সুগম হবে এমন আশা বুকে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলাবাসী। দেশের মধ্যে এই প্রথম কোনো পর্যটন পার্ক উদ্বোধন করতে আসছেন রাশেদ খান মেনন। ভাটপাড়া নীলকুঠিতে নির্মিতব্য ডিসি ইকো পার্ক ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করবেন তিনি। অপদখল ও আক্রোশে ভাটপাড়া নীলকুঠি ছিলো মৃত প্রায়। গত বছর জেলা প্রশাসক পরিমল সিংহের উদ্যোগে সেখানে ডিসি ইকোপার্ক নির্মাণ শুরু হয়। লেক, শিশুপার্ক, কাজলা নদীতে খনন করে নৌকা চলাচলসহ দৃষ্টিনন্দন কাজ শুরু হলেই দর্শনার্থীদের ঢল নামে। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি গাংনী হাইস্কুল ফুটবল মাঠে ওয়ার্কার্স পার্টির জনসভায় প্রধান অতিথি ছিলেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন। অনুষ্ঠানে পার্টির পলিট ব্যুরো সদস্য ৯০’র গণ স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রুপকার নুর আহমদ বকুল গাংনীর উন্নয়নে ২৫ দফা তুলে ধরেন। তার মধ্যে ভাটপাড়া ডিসি ইকোপার্কের উন্নয়ন বরাদ্দ দাবি করেন। মন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে তা দ্রুত পূরণ করতে ৩৫ লাখ টাকা মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেন। তাই ভাটপাড়া ডিসি ইকো পার্কে একটি পর্যটন মোটেলসহ আরও দৃষ্টিনন্দন করতে মন্ত্রীর সহযোগিতা অব্যহত থাকবে বলে আশা করছেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। ৭ ডিসেম্বর পার্ক উদ্বোধনের পর সেখানে সূধী সমাবেশে ভাষণ দিবেন রাশেদ খান মেনন। সমাবেশ শেষে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পি নকুল কুমার বিশ্বাস। অনুষ্ঠান সফল করতে প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে রয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। মঞ্চ ও ত্বোরণ তৈরি শেষের পথে। বিপুল সংখ্যক জনসমাগম মাথায় রেখে তৈরি করা হচ্ছে প্যা-েল। সমাবেশে আগতদের বিভিন্ন চাহিদার কথা মাথায় রেখেই পুরোদমে কাজ চলেছে বলে জানালেন জেলা প্রশাসক পরিমল সিংহ। তিনি বলেন, মন্ত্রীর আগমন গাংনী তথা জেলাবাসীর জন্য একটি বড় পাওয়া। শুধু ভাটপাড়া ডিসি ইকোপার্ক নয়, জেলার অন্যান্য দর্শনীয় স্থানগুলোর কাক্সিক্ষত উন্নয়নের প্রতিশ্রুতি পাওয়ার আশা করছেন তিনি।
এদিকে সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে। পলিট ব্যুরো সদস্য নুর আহমদ বকুল ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদসহ নেতৃবৃন্দ গ্রামে গ্রামে গণসংযোগ করছেন। ওয়ার্কার্স পার্টির ২৫ দফা বাস্তবায়নসহ গাংনীর উন্নয়নে মন্ত্রীর কাছ থেকে কাক্সিক্ষত সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সমাবেশ সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। ওয়ার্কার্স পার্টির আহ্বানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অনুষ্ঠান সফল করতে কাজ করছেন। এরই আলোকে গতকাল মঙ্গলবার গাংনী থেকে ভাটপাড়া ডিসি ইকোপার্ক এলাকাসহ আশেপাশের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন গাংনী পৌর সভার প্যানেল মেয়র নবীর উদ্দীন।