ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে খাদ্যে রাসায়নিক দ্রব্য মিশ্রন ও ওজনে কম দেয়ার অপরাধে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ পৌর মধুগঞ্জ বাজার ও মাছবাজারে এ অভিযান চালানো হয়। জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন ম-ল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে কালীগঞ্জে অভিযান চালানো হয়। এ সময় খাদ্যে রাসায়নিক দ্রব্য মিশিয়ে বিস্কুট তৈরির অপরাধে জনতা বেকারীকে ৬ হাজার টাকা ও ওজনে কম দেয়ার অপরাধে মাছ ব্যবসায়ী শ্যামলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মাছ বাজার থেকে ১ লাখ টাকা মুল্যে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে কালীগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাইদুর রহমান রেজাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।