জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আফজালুল রহমান ধীরু দিনব্যাপী শো-ডাউনসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার গণসংযোগকালে সাংবাদিক ধীরু বলেন, আমি দীর্ঘদিন যাবৎ এলাকার উন্নয়নে ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করে এসেছি। আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে উথলী ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি চেয়ারম্যান হিসেবে নয় আপনাদের সন্তান ও সেবক হিসেবে সারাজীবন কাজ করে যাবো।