আমঝুপি চাঁদবিলের বাঁধাকপি ভর্তি ট্রাক উল্টে হেলপার আহত

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর আমঝুপি সড়কে বাঁধাকপি ভর্তি মিনিট্রাক উল্টে যাওয়ায় ট্রাকের হেলপার রিয়াজ আলি (২৫) মারাত্মক আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ৩টায় মেহেরপুর বড়বাজার থেকে বাঁধাকপি ভর্তি (খুলনা মেট্রো-ন-১১-১৪৩২) ট্রাকটি খুলনা যাওয়ার পথে চাঁদবিল চৌরাস্তার মোড়ে ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ড্রাইভার অক্ষত থাকলেও গাড়ির ভেতরে থাকা খুলনা দৌলতপুরের জামাল হাওলাদারের ছেলে ট্রাক হেলপার রিয়াজ আলি গুরুতর আহত হয়। এলাকাবাসী দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনা জানতে পেরে উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। উল্লেখ্য ওই সড়ক দিয়ে অবৈধযান চলাচল বৃদ্ধি পাওয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।