মেহেরপুরে ভৈরব পাড়ের মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর অফিস: মেহেরপুরের কুলবাড়িয়া হিতিমপাড়ার শাহরিয়ার কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভৈরব নদের পাড় থেকে অবৈধভাবে মাটি তোলার দায়ে ভ্রাম্যমাণ আদালত তার কাছ থেকে জরিমানা আদায় করেছেন। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে স্কেবেটর দিয়ে মাটি কেটে অন্যত্র নিয়ে যাচ্ছিলো শাহরিয়ার কবির। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। বালু মহাল ও মাটি রক্ষা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদ-ের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। রায় ঘোষণার পরে জরিমানা পরিশোধ করে মুক্তি পান শাহরিয়ার কবির।