দামুড়হুদায় পুলিশি অভিযানে মহিলা মাদক ব্যবসায়ীসহ ৫ জন আটক

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে নাসিমা নামের এক মহিলা মাদকব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৫ জনকে আটক করেছে। গত রোববার দিনগত রাতে তাদেরকে আটক করা হয়। গতকাল সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নেতৃত্বে দর্শনা তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গাইন, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল বাকী, এসআই আব্দুল গফুর, এসআই লিয়াকত আলী ও এএসআই এজাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গত রোববার রাতে উপজেলার বিভিন্নস্থানে পৃথক পৃথকভাবে অভিযান পরিচালনা করেন এবং দর্শনা হল্টচাঁদপুরের পাঞ্চাবের স্ত্রী মাদকব্যবসায়ী নাসিমা খাতুনকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। এছাড়া নতিপোতা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে শফিউল ইসলাম, কাদিপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে এনামুল হক, দলকা লক্ষ্মীপুরের খোকাই ম-লের ছেলে আব্দুল কুদ্দুস, দামুড়হুদা খাঁপাড়ার আবু বক্করের ছেলে খলিলুর রহমান এবং চিৎলা নতুনপাড়ার আব্দুল মমিনের ছেলে মানিককে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।