চুয়াডাঙ্গার গোকুলখালী সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার সন্টুর দাফন সম্পন্ন

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার গোকুলখালী সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ও শঙ্করচন্দ্র ঠাকুরপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মৃত ওয়াজেদ আলির ছেলে মোয়াজ্জেম হোসেন সন্টু (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। গতপরশু রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গতকাল সোমবার সকালে শঙ্করচন্দ্র ঠাকুরপাড়া সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, মোয়াজ্জেম হোসেন সন্টু গতপরশু রোববার সকাল ৭টায় প্রতিদিনের মতো হাটতে বেরিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গেটের সামনে পৌঁছুলে মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে পাশের লোকজন তুলে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। কিন্ত অবস্থা ক্রমেই অবনতি হলে সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। গতকাল সোমবার সকালে শঙ্করচন্দ্র ঠাকুরপাড়া সরকারি কবরস্থানে নামাজে জানাজার শেষে তার দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ এলাকার মুসল্লিগণ।