আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মোয়াজ্জেম ও আশিষ কুমার নামের দু’মাদকসেবীকে যথাক্রমে ২০ ও ১৫ দিন করে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। গতকাল সোমবার বিকেলে মাদকসেবনকালে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেয়া হয়।
জানা গেছে, আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৫৫) ও ভাংবাড়িয়া গ্রামের অপূর্ব কুমারের ছেলে আশিষ কুমারের মাদকসেবন করছিলো। মাদকসেবনকালে পুলিশ তাদেরকে আটক করে। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের সম্মুখীন করা হয় তাদের। মোয়াজ্জেমকে ২০দিন ও আশিষ কুমারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। সাজাপ্রাপ্ত দু’জনকে গতকাল সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দু’মাদকসেবীর কারাদণ্ডাদেশ
