আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মোয়াজ্জেম ও আশিষ কুমার নামের দু’মাদকসেবীকে যথাক্রমে ২০ ও ১৫ দিন করে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। গতকাল সোমবার বিকেলে মাদকসেবনকালে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেয়া হয়।
জানা গেছে, আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৫৫) ও ভাংবাড়িয়া গ্রামের অপূর্ব কুমারের ছেলে আশিষ কুমারের মাদকসেবন করছিলো। মাদকসেবনকালে পুলিশ তাদেরকে আটক করে। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের সম্মুখীন করা হয় তাদের। মোয়াজ্জেমকে ২০দিন ও আশিষ কুমারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। সাজাপ্রাপ্ত দু’জনকে গতকাল সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।