জীবননগর ব্যুরো: দৈনিক মাথাভাঙ্গার জীবননগর ব্যুরো প্রধান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবুর শ্বশুর ও মামা শ্বশুর শনিবার একই দিনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …… রাজেউন)। বার্ধক্যজনিত কারণে এ দুজন একই দিনে আকস্মিকভাবে মারা যান। মামা শ্বশুর কোটচাঁদপুরের রাঙ্গিয়ারপোতার সোনা মিয়াকে (৯২) এদিন বিকেলে ও শ্বশুর কোটচাঁদপুর ব্রিজঘাটপাড়ার উলফাত হোসেন বিশ্বাসকে (৮৮) গতকাল রোববার দুপুরে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর রাঙ্গিয়ারপোতার সোনা মিয়া শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান। এদিন বিকেলে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি সাংবাদিক এম আর বাবুর একমাত্র মামা শ্বশুর ছিলেন। অপর দিকে শ্বশুর কোটচাঁদপুর ব্রিজঘাটাপাড়ার উলফাত হোসেন বিশ্বাসও একই দিন বিকেলে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। গতকাল কোটচাঁদপুর আলিয়া মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। এদিকে একই দিনে শ্যালক ও বোনাইয়ের মৃত্যুতে কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলসহ বিশিষ্টজনেরা গভীর শোকপ্রকাশ করেছেন। তারা শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশসহ মরহুমদ্বয়ের আত্মার শান্তি কামনা করেছেন।