সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিষ দাঁত ভেঙে দেয়া হবে

দামুড়হুদায় ইটভাটা মালিকদের সাথে মতবিনিময়কালে ওসি আকরাম হোসেন

দামুড়হুদা প্রতিনিধি: সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন। তিনি বলেছেন, ইটভাটায় চাঁদা দাবি করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটালে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাদের বিষ দাঁত ভেঙে দেয়া হবে। এছাড়া পূর্বের তালিকাভুক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর নজরদারীর ব্যবস্থা নেয়া হবে। এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটলেই তাদেরকে গ্রেফতার করা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না। গতকাল রোববার সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানায় ইটভাটায় চাঁদাবাজি বন্ধসহ আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে ইটভাটা মালিকদের সাথে মতবিনিময়কালে দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন উপরোক্ত কথাগুলো বলেন। ইটভাটায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ বিষয়ে উন্মুক্ত আলোচনা শেষে প্রতিটি ইটভাটায় সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থাকরণ, মালিকদের পক্ষ থেকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, পরিদর্শন রেজিস্ট্রার সংরক্ষণ, সন্ধ্যার আগেই শ্রমিকদের ইটভাটায় প্রবেশ এবং সুর্যদয়ের আগ মুহূর্ত পর্যন্ত ইটভাটার বাইরে বের হতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দামুড়হুদা মডেল থানাধীন ৩২ ইটভাটার জন্য বণ্টনকৃত সকল পুলিশ কর্মকর্তার মোবাইল নম্বর মালিক ও পোড়াই মিস্ত্রিদের নিকট সরবরাহসহ প্রতিটি ইটভাটা এলাকায় কমিউনিটি পুলিশের মাধ্যমে জনসচতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা-সমাবেশ করার ঘোষণা দেয়া হয়। এছাড়া ইটভাটা সংক্রান্ত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনকে জানানোর জন্য ইটভাটা মালিক, শ্রমিকসহ এলাকাবাসীর নিকট আহ্বান জানানো হয়।
চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজি বজলুর রহমান, সাধারণ সম্পাদক হাজি আব্দুল মোত্তালেব, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম ইমদাদুল হকসহ উপজেলার ৩২ ইটভাটার মালিকগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।