চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৭ জনকে আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৭ জনকে আটক করেছে। গতকাল রোববার তাদেরকে বিভিন্ন সময় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আটকৃতদের আজ সোমবার আদালতে সোপর্দ করা হতে পারে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় গাঁজার আসর চলছে। সন্ধ্যা ৭টার দিকে এসআই জগদীশ চন্দ্র বসু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। সেখান থেকে ২শ গ্রাম গাঁজা ও গাঁজা খাওয়ার সরামঞ্জামসহ ৪ জনকে আটক করেন। আটককৃতরা হলেন দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার সেলিম হোসেনের ছেলে জনি, একই পাড়ার মৃত চাঁদ আলীর ছেলে আব্দুল্লাহ, আবুল কালামের ছেলে মোমিন, নাসির উদ্দিনের ছেলে শুকুর আলী। তাদের বিরুদ্ধে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।
অপর দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই আকরাম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে অভিযান চালিয়ে মতিয়ার রহমান মতিকে গ্রেফতার করেন। মতিয়ার দৌলাতদিয়াড় মোল্লাপাড়ার মিজান উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একটি মামলায় ৬ মাসের ওয়ারেণ্ট রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, চুয়াডাঙ্গা সদর থানার এসআই প্রশাদ কুমার প্যাথেডিনসহ দুজনকে আটক করেন। আটককৃতরা হলেন জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার রমজান আলীর ছেলে আমির খসরু ও ইসলামপাড়ার ভাগ্যবানের ছেলে রতন আলী। তাদেরকে বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গার ইমারজেন্সি রোডস্থ আব্দুল্লা সিটির সামনে থেকে আটক করা হয়। তাদের দুজনের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ অ্যাম্পুল প্যাথেডিন। তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আজ সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে।

Leave a comment