সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা মহাম্মদজমা গ্রামের আলমসাধু চালক সুজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঝিনাইদহের ডাকবাংলা থেকে কপিবিক্রি করে বাড়ি ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সাধুহাটি ভাঙা ব্রিজের কাছে গতকাল রোববার সকাল ১০টায় আলমসাধু উল্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। নিহত আলমসাধু চালক সুজন (২০) চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের মহাম্মদজমা কৌদাপাড়ার টিকারুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই গ্রামের মতিয়ার রহমান, হাসমত আলী ও নোমান। তাদের উদ্ধার করে সরোজগঞ্জ বাজারে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
এলাকাসূত্রে জানা যায়, নিহত সুজন আলীর লাশ ময়নাতদন্ত ছাড়াই গতকাল বিকেলে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।