স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানার সামনে অবস্থিত লিপি জুয়েলার্সে খদ্দের সেজে দু’প্রতারকের সোনার চেইন চুরির ঘটনা ঘটেছে। ঘটনার ৪ দিনের মাথায় টের পেলেন দোকানি। সিসি ক্যামেরায় ফুটেজ দেখে দু’প্রতারক শনাক্ত।
জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় একজন পুরুষ ও নারী খদ্দের সেজে দোকানে আসে। সোনার চেইন নেবে বলে দোকানিকে জানালে দোকানি অনেকগুলো চেইন বের করে তাদেরকে দেখাতে থাকে। দেখানোর একপর্যায়ে নারী খদ্দের সুযোগ বুঝে একটি চেইন সরিয়ে ফেলে। চেইন চুরির পর একটি চেইন পছন্দ করে ৫শ টাকা বায়না করে পরে আসছি বলে সটকে পড়ে। এরপর গত শনিবার দোকানি এলোমেলো থাকা চেইনগুলো সাজাতে গেলে একটি চেইন কম পান। এরপর দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দু’প্রতারক শনাক্ত করেন। ফুটেজে দেখা যায় একজন নারী ও পুরুষ দুজন একসাথে দোকানে ঢোকে। দুজনেই চেইন পছন্দ করতে থাকে। চেইন দেখার সময় নারী খদ্দের সুযোগ বুঝে তার হাতে থাকা চেইনটি সরিয়ে ফেলে। পরে অন্য একটি চেইন পছন্দ করে ৫শ টাকা বায়না দিয়ে পরে আসছি বলে দোকান থেকে বেরিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজসহ সদর থানা ওসিকে চুরির বিষয়টি অবহিত করা হয়েছে বলে লিপি জুয়েলার্সের মালিক জাফর আলী মল্লিক জানান।