মাথাভাঙ্গা মনিটর: বাছাইপর্বের ইঁদুর দৌড় শেষে দুরুদুরু বুকে এই দিনটির অপেক্ষায় ছিলেন ফুটবল রোমান্টিকরা। উৎকণ্ঠার সেই অপেক্ষা শেষে কারও কপালে ভাঁজ বাড়ল আর কারও মুখে চওড়া হাসি! মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসের আলো ঝলমলে মঞ্চে কাল রাতে হয়ে গেল ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র। যে কোনো বড় টুর্নামেন্টের ড্রর পর সবচেয়ে বেশি আলোচনা হয় ‘গ্রুপ অব ডেথ’ বা মৃত্যুকূপ নিয়ে। ইতালি, নেদারল্যান্ডস, চিলি ও যুক্তরাষ্ট্রের মতো দলগুলো বাছাইপর্ব থেকেই বিদায় নেয়ায় এবার আক্ষরিক অর্থে মহাকঠিন কোনো গ্রুপের জন্ম হয়নি। তবে একাধিক কঠিন গ্রুপ রয়েছে। র্যাংকিংয়ে শীর্ষ সাতে না থাকায় সাবেক ইউরো ও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবার ড্রতে দুই নম্বর পটে ছিল। এক নম্বর পটে থাকা বাছাই দলগুলোর প্রার্থনা ছিল স্পেনকে এড়ানো। বাকিরা বেঁচে গেলেও ভাগ্যের ফেরে শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের গ্রুপে পড়েছে স্পেন। বি-গ্রুপের প্রথম ম্যাচেই ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। বি-গ্রুপে ইউরোপের দুই পরাশক্তির সঙ্গে রয়েছে মরক্কো ও ইরান। অনেকের চোখে এটাই ২০১৮ বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপ। তবে ফুটবলবোদ্ধারা সত্যিকারের মৃত্যুকূপ বলছেন ডি-গ্রুপকে। এই গ্রুপে আর্জেন্টিনাই একমাত্র বড় দল। তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাছাইপর্ব পেরোনো লাতিন পরাশক্তিদের বিপদে ফেলতে পারে গ্রুপের বাকি তিন দলই। গ্রুপপর্বে মেসিরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়াকে। এর মধ্যে আইসল্যান্ড বিশ্বকাপ মঞ্চে নবাগত হলেও গত ইউরোতে তারা ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বাজিয়ে নজর কেড়েছিল সবার। আর ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া সবসময়ই বিপজ্জনক দল। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির গ্রুপটাও খুব সহজ হয়নি। এফ-গ্রুপে জার্মানির তিন প্রতিপক্ষ মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া। বাকি গ্রুপগুলো তুলনামূলক সহজ। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ‘হেস্কা’ জয়ের মিশন শুরু করবে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। ই-গ্রুপে ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া। জি-গ্রুপে ইউরোপের দুই বড় দল ইংল্যান্ড ও বেলজিয়ামের সঙ্গে রয়েছে পানামা ও তিউনেসিয়া। সহজতম গ্রুপে পড়েছে স্বাগতিক রাশিয়া। এ-গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ সৌদি আরব, মিসর ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স সি-গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ককে। আর এইচ-গ্রুপে পোল্যান্ড ও কলম্বিয়ার সঙ্গে রয়েছে সেনেগাল ও জাপান। ড্রতে র্যাংকিং অনুযায়ী ৩২টি দলকে রাখা হয়েছিল চারটি পাত্রে। চার পাত্র থেকে একটি করে দল নিয়ে গঠিত হয়েছে প্রতিটি গ্রুপ। নিয়ম অনুযায়ী ইউরোপ ছাড়া বাকি মহাদেশগুলোর দুই দল একই গ্রুপে পড়েনি। ড্র উপলক্ষে ক্রেমলিন প্যালেসের কনসার্ট হলে তারার হাট বসেছিল। ৩২ দলের কোচ ও সাবেক খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্য অঙ্গনের অনেক সেলিব্রেটি। রোনালদো, রোনালদিনহো, স্যামুয়েল ইতোদের সঙ্গে অসুস্থ শরীরে অনুষ্ঠানে হাজির হন ফুটবল সম্রাট পেলেও। অতীতের সব তিক্ততা একপাশে সরিয়ে রেখে ব্রাজিলীয় কিংবদন্তিকে স্বাগত জানান আর্জেন্টাইন মহানায়ক দিয়েগো ম্যারাডোনা। ড্রয়ে সহায়তার জন্য ম্যারাডোনার পাশাপাশি মঞ্চে ওঠেন আরও সাত কিংবদন্তি- ব্রাজিলের কাফু, ইতালির ফ্যাবিও ক্যানাভারো, উরুগুয়ের ডিয়েগো ফোরলান, স্পেনের কার্লোস পুওল, ফ্রান্সের লরাঁ ব্লাঁ, ইংল্যান্ডের গর্ডন ব্যাংকস ও রাশিয়ার নিকিতা সিমোনিয়ান। মঞ্চে বিশ্বকাপের ট্রুফি নিয়ে আসেন ২০১৪ বিশ্বকাপজয়ী সাবেক জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার ও রাশিয়ার ক্রীড়াসাংবাদিক মারিয়া কোমান্দোনায়া। অনুষ্ঠানে উদ্বেধনী বক্তব্য দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর বক্তব্য দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছর ১৪ জুন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়া-সৌদি আরব ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। একই ভেন্যুতে ১৫ জুলাই ফাইনাল। রাশিয়ার ১১টি শহরের মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০১৮ বিশ্বকাপের ৬৪টি ম্যাচ। সব মিলিয়ে ৩২টি দলের জন্য থাকছে ৪০০ মিলিয়ন ডলার প্রাইজমানি। চ্যাম্পিয়ন দল পাবে সর্বোচ্চ ৩৮ মিলিয়ন ডলার। গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া ১৬টি দলও পাবে আট মিলিয়ন ডলার করে।
২০১৮ বিশ্বকাপের আট গ্রুপ
গ্রুপ-এ গ্রুপ-বি গ্রুপ-সি গ্রুপ-ডি
রাশিয়া পর্তুগাল ফ্রান্স আর্জেন্টিনা
সৌদি আরব স্পেন অস্ট্রেলিয়া আইসল্যান্ড
মিসর মরক্কো পেরু ক্রোয়েশিয়া
উরুগুয়ে ইরান ডেনমার্ক নাইজেরিয়া
গ্রুপ-ই গ্রুপ-এফ গ্রুপ-জি গ্রুপ-এইচ
ব্রাজিল জার্মানি বেলজিয়াম পোল্যান্ড
সুইজারল্যান্ড মেক্সিকো পানামা সেনেগাল
কোস্টারিকা সুইডেন তিউনেসিয়া কলম্বিয়া
সার্বিয়া দক্ষিণ কোরিয়া ইংল্যান্ড জাপান