শুধু ব্যবসায়ী নয় আলমডাঙ্গার উন্নয়নেও কাজ করে যাওয়ার অঙ্গীকার

আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা বণিক সমিতির মিলনায়তনে ব্যবসায়ীদের সর্ববৃহত এ সংগঠনের নতুন ও পুরাতন কমিটির নেতৃবৃন্দসহ সুধী সমাজের উপস্থিতিতে শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ ও অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বণিক সমিতির নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কর্মকর্তা সোনালী ব্যাংক গাংনী উপজেলা শাখার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম। সহযোগিতা করেন সোনালী ব্যাংক মুন্সিগঞ্জ শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম। মকবুল হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শমসের আলী মল্লিক। বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সার ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম মিয়া ও আলমডাঙ্গা থানা ওসি (তদন্ত) লুতফুল কবীর। বক্তব্য রাখেন, বিশিষ্ট ঠিকাদার আহসান উল্লাহ, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আরেফিন মিলন ও সাবেক কমিটির সহ সম্পাদক মাগরিবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মকবুল হোসেন, সহ-সভাপতি জয়নুল আবেদীন ও সাইফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক শাহীন রেজা মল্লিক মিল্টন, সহসম্পাদক হাজি মীর শফিকুল ইসলাম ও খন্দকার আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ আলা উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জনি মিয়া, ধর্মীয় সম্পাদক হাফিজ মোতালেব হোসেন, দফতর সম্পাদক আমিরুল ইসলাম প্রিন্স, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হোসেন, সদস্য রাজিবুল ইসলাম রাজিব, জসিম উদ্দীন, জয়নাল আবেদীন ক্যাপ, কুইন রেজা, রেজাউল হক তোতা, শেখ সাদী, সিরাজুল ইসলাম, মতিয়ার রহমান, শরিফুল ইসলাম ও মোহাম্মদ আলী মন্টু। এছাড়াও সাবেক কমিটির সহ সম্পাদক দীপক কুমার বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সাবেক দফতর সম্পাদক রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বণিক সমিতির নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ ও পুরাতন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় দেয়া হয়। শেষে বণিক সমিতির নতুন কমিটির জন্য দোয়া প্রার্থনা করা হয়। দোয়া প্রার্থনায় ঢাকা বিভাগের সাবেক কমিশনার আলমডাঙ্গার সন্তান মরহুম নিজাম উদ্দীনের আত্মার মাগফেরাত কামনাসহ বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২ এডিশনাল আইজি আলমডাঙ্গার সন্তান মীর শহিদুল ইসলাম ও মোহাম্মদ শফিকুল ইসলামের জন্য দোয়া করা হয়।