স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার পৃথকভাবে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদসভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম রতন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে শেখপাড়াস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম রতন। বক্তব্য রাখেন আশরাফ বিশ্বাস মিল্টু, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুুকুল, মামুন রেজা সবুজ, আরিফুল জামান পিণ্টু, তৌফিকুজ্জামান তৌফিক, আক্তারুজ্জামান আক্তার, হাজি রবিউল মল্লিক, বকুল হোসেন, আহসান হাবিব মুক্তি প্রমুখ।
অপরদিকে জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাহাজান খাঁন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কেদারগঞ্জস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাহাজান খাঁন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জায়েদ মো. রাজিব খাঁন, জেলা বিএনপির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, সদস্য সচিব সাইফুর রশিদ ঝণ্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মহাবুল হক প্রমুখ।