যশোরে নেতা-কর্মীর সংগে দুদু
স্টাফ রিপোর্টার: সরকার নতুন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের ওপর হামলা মামলা আক্রমণ শুরু করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির আগের দিন যশোর জেলায় প্রায় ৬০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে। এভাবে স্বাধীন একটা দেশ চলতে পারে না। আজ সকালে যশোরের একটি হোটেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া এদেশের সব থেকে জনপ্রিয় নেত্রী। এই জনপ্রিয়তার কারণে সরকার দল নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে। তবে আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে। সভায় উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মনির খান, যশোর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষক দলের জেলা সভাপতি আবুসালে, সাধারণ সম্পাদক মোকবুল হোসেন, সহদফতর সম্পাদক এসকে সাদী প্রমুখ।