আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেলো এসএসসি পরীক্ষার্থী সোনিয়া খাতুন। গতকাল শুক্রবার ধুমধামের সাথে বিয়ের আয়োজন করা হয়। এসময় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নির্দেশে পাঁচকমলাপুর ক্যাম্পের আইসি বিয়ের বয়স না হওয়ার কারণে সোনিয়া খাতুনের বিয়ে বন্ধ করে দেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের সেলিম হোসেনের মেয়ে সোনিয়া খাতুন এবার এসএসসি পরীক্ষার্থী। পরিবার থেকে সোনিয়া খাতুনের বিয়ে ঠিক করে একই ইউনিয়নের মাজহাট গ্রামের শফি উদ্দিনের ছেলে কলম আলী (২৫)’র সাথে। গতকাল শুক্রবার বিকেলে বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিলো। বাল্যবিয়ের সংবাদ শুনে দুপুরে সেলিম হোসেনের বাড়িতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নির্দেশে পাঁচকমলাপুর ক্যাম্পের আইসি এসআই বিএম আফজাল সঙ্গীয় ফোর্স নিয়ে হাজির হন। এসময় সেলিম হোসেনকে মেয়ের বিয়ের বয়স হয়েছে কি না জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেন না। তার স্কুলের পিইসি ও জেএসসি সার্টিফিকেট দেখতে চাইলে জানানো হয় অনেক দিন লেখাপড়া বন্ধ ছিলো। এবার এসএসসি পরীক্ষা দেবে। এলাকাবাসী জানিয়েছেন মেয়ের বয়স খুব বেশি হলেও ১৫-১৬ বছর হবে। পরে এসআই বিএম আফজাল ও স্থানীয় ইউপি মেম্বারের নিকট মেয়ের বাবা সেলিম হোসেন মেয়েকে বাল্যবিয়ে দিবেন না বলে মুচলেকা দেন বলে জানা গেছে।