স্টাফ রিপোর্টার: চলতি আমন মরসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৩৯ টাকা কেজি দরে তিন লাখ টন আমন চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। গত মরসুমে ৩৩ টাকা কেজি দরে তিন লাখ টন চাল সংগ্রহ করে সরকার। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামী ৩ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে।
তিনি বলেন, এবার প্রতি কেজি আমন চালের উৎপাদন ব্যয় হয়েছে ৩৭ টাকা দুই পয়সা। গত বছর উৎপাদন খরচ হয় প্রতি কেজি ধানে ১৯ টাকা ও চালে ২৯ টাকা।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ৫৬ লাখ ১৫ হাজার হেক্টর জমিতে এক কোটি ৪০ লাখ ৭৬ হাজার টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ছাড়াও কমিটির সদস্য, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।