কুষ্টিয়া প্রতিনিধি: ভেড়ামারায় উর্মি খাতুন (১২) নামের এক স্কুলছাত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে তার প্রেমিকের বিরুদ্ধে। উর্মি গোলাপনগর বাঙালপাড়ার আব্দুল আলিমের কন্যা এবং দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ ছাত্রী ছিলো। লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এলাকাবাসী জানায়, উর্মি গত মঙ্গলবার সকালে দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাড়ি থেকে বের হয়ে। পরে আর সে ফিরে আসেনি। পরদিন বুধবার রাতে তার লাশ বাড়ির পাশে লিচু বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় এলাকাবাসী দেখতে পায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক জানান, উর্মির সাথে প্রেমের সর্ম্পক ছিলো ওই এলাকারই আব্দুল মালেকের ছেলে হিটুর (১৬)। ঘটনার আগের দিন তারা দু’জনই পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যায়। কিন্তু তারা পরীক্ষা না দিয়ে নিখোঁজ হয়। পরের দিন বুধবার উর্মির ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে হিটু। ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে হত্যার প্রকৃত রহস্য। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।