দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তার উদ্যোগে অবশেষে অবমুক্ত বাঘডাশা

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার প্রতাবপুরের আটক বাঘডাশাটি কার্পাসডাঙ্গা শিবনগর ডিসি ইকো পার্কের বাগানে ঝড়-জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা বন বিভাগের কর্মকর্তা তাপস শফিকুর রহমান অবমুক্ত করেন। গত বুধবার দুপুরে উপজেলার কুড়লগাছির ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন নিজ প্রতাবপুর গ্রামের বাগানে ফাঁদ পেতে দুটি বাঘডাশা আটক করেছিলো। এ ব্যাপারে ফারুক হোসেন জানান, পাঁচ-ছয় মাস ধরে এলাকার লোকজনের হাঁস-মুরগি নিখোঁজ হচ্ছিলো। গত বুধবার দুপুরে তার বাগানে ফাঁদ পেতে ভেতরে মুরগি রাখা হয়। এতে বাঘডাশা ও তার একটি বাচ্চা ধরা পড়ে। উপজেলা বন কর্মকর্তা তাপস শফিকুর রহমান জানান, এলাকাবাসী বাঘডাশাটিকে তাদের কাছে দিলে তারা বৃহস্পতিবার বিকেলে শিবনগর সরকারি আমবাগানের জঙ্গলে ছেড়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বন বিভাগের মালী হুমায়ুন কবীর, কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সাইফুল, ইউপি মেম্বার আব্দুর সবুর, সাংবাদিক মেহেদী, হাসেমরেজা হাসমত প্রমুখ।