স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ইসলামপাড়ায় পৌরসভার পাইপ লাইনের কাজে নিয়োজিত শ্রমিক আকাশকে বাটাম দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল দুপুরে আকাশকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জীবননগর কাশিপুর দক্ষিণপাড়ার আশাদুল হকের ছেলে। প্রত্যক্ষদর্শী পৌরসভার মিস্ত্রি আবু বক্কর ও ওই কাজের সাইট ম্যানেজার লিটন অভিযোগ করে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় সুইটদের বাড়ির সামনে পাইপ লাইনের কাজ করার জন্য শ্রমিকরা মাটি খুড়ছিলো। এ সময় সুইট মোটরসাইকেল নিয়ে তাদের বাড়ির ভেতর যাওয়ার চেষ্টা করে। তার মোটরসাইকেলটি মাটির স্তুপে আটকে গেলে সুইট শ্রমিকদের অশ্লীল ভাষায় গালাগাল করে। এ সময় আকাশ (২৫) নামের এক শ্রমিক সামনে আসলে সুইট তাকে বাটাম দিয়ে পিটিয়ে আহত করে। আহতাবস্থায় আকাশকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।