মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ও আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন অটো চালকদের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি দুলু মালিথা ও পিন্টু মিয়াকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আমবাগানে মোমিনপুর ও জেহালা ইউনিয়নের অটো চালকদের উদ্যোগে কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, কৃষক লীগ নেতা কুতুব উদ্দিন, ইউপি সদস্য হিরালাল, আনিছুর রহমান, মিজানুর রহমান ও আরিফুল ইসলাম নয়নকে উপদেষ্টা করে দুলু মালিথাকে সভাপতি ও পিন্টু মিয়াকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।