গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার খাসমহল সীমান্ত থেকে ১২ কেজি গাঁজাসহ ইসমাইল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গত বুধবার রাতে
খাসমহল সীমান্তের মেইন পিলার ১৩৭/৩ এস এর সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান বিজিবি। আটক ইসমাইল হোসেন সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত নজর শেখের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে গাঁজা পাচার করে আনার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় পালিয়ে যায় কয়েকজন। বিজিবি রংমহল বিওপি হাবিলদার এরশাদ আলী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ইসমাইলকে প্রধান আসামি করে পলাতক আরও ৪ জনের নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে ইসলামইলকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পলাতক আসামিরা হচ্ছে, সদর উপজেলার কালিগাংনী গ্রামের ছাত্তাম আলীর ছেলে রহিদুল ইসলাম, গাংনীর খাসমহল গ্রামের মেহের আলীর ছেলে হামেদ মিয়া, মৃত আজিজ বক্সের ছেলে পল্টু মিয়া ও মৃত চান্দু ম-লের ছেলে আহম্মদ আলী। মামলাটির তদন্তভার পড়েছে গাংনী থানার এসআই স্বপন কুমারের ওপর।