চুয়াডাঙ্গার আলুকদিয়ায় পান বরজে নিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলুকদিয়ার খেজুরতলাপড়ায় সাড়ে ৪ বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। একই গ্রামের আনিছুর রহমান নামের এক উঠতি বয়সী যুবক গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রাম সংলগ্ন পান বরজে নিয়ে শিশুকে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুকে খুঁজে পাওয়া যায়। গতরাতেই ধর্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। শিশুকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া খেজুরতলার সাইফুল ইসলামের ছেলে আনিছুর রহমানের বয়স আনুমানিক ১৮ বছর। স্থানীয়রা বলেছে, সে উড়নচন্ডি প্রকৃতির। গতকাল দুপুরের পর প্রতিবেশীর ৪ বছর ৪ মাসের শিশু কন্যা সন্তানকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বিকেল সাড়ে ৩টার দিকে আনিছুর রহমানের কিশোরী বোন ওই শিশুকে নিয়ে তাদের বাড়ির দিকে গেলে শিশুকে দেখে বিস্তারিত জানতে চান। শিশু কন্যাকে রক্তাক্ত অবস্থায় দেখে জিজ্ঞাসাবাদ শুরু করলে আনিছুর রহামনের বোন বলে, আনিছুর তাকে ৫ টাকা দিয়ে কিছু কিনে ওকে ওদের বাড়িতে পৌঁছে দেয়ার জন্য বলেছে। এ কথা শোনার পর আনিছুরকে ধরতে স্থানীয়রা খোঁজাখোজি শুরু করে। তার আগেই সে গা ঢাকা দেয়। তবে আনিছুরের মাসহ তাদের পরিবারের লোকজন ঝগড়া-ঝাটি করে ঘটনা ধামাচাপা দেয়ার পায়তারা করতে থাকে। শিশুর মা শিশুকে সাথে নিয়ে সদর থানায় হাজির হন। ঘটনার বিস্তারিত বর্ণনা পুলিশকে জানিয়ে গতরাতেই মামলা করেন।