শ্রমিক স্বার্থে আবারও তৈয়ব সংগঠনকে শক্তিশালী করার আহ্বান

কেরুজ তৈয়ব সংগঠনে কর্মীসভায় বক্তারা

দর্শনা অফিস: কেরুজ চিনিকল উদ্বোধন হবে আগামিকাল ১ ডিসেম্বর। সে লক্ষে মরসুমি শ্রমিক-কর্মচারিদের আগমন শুরু হয়েছে। এ আগমনে শ্রমিক সংগঠনগুলো লোক সরগরম হতে শুরু করেছে। এরই মধ্যে ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী সংগঠনে অনুষ্ঠিত হয়েছে কর্মীসমাবেশ। ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত কর্মীসমাবেশে বক্তারা বলেন, মিলের শ্রমিক স্বার্থে লড়াই চালিয়ে যাচ্ছেন তৈয়ব আলী। অবিরাম পরিশ্রমে শ্রমিক-কর্মচারিদের হৃদয়ে স্থান পেয়েছেন বিপ্লবী ও ত্যাগি শ্রমিক নেতা তৈয়ব আলী। তাই আগামি নির্বাচনে আবারও তৈয়ব আলীকে নির্বাচিত করার লক্ষে সংগঠনকে শক্তিশালী করতে যে যার অবস্থানে থেকে নিষ্ঠা, আন্তরিকতার সাথে কাজ করতে হবে। গতকাল বুধবার বিকেলে সংগঠন চত্বরে অনুষ্ঠিত কর্মীসমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক সভাপতি জয়নাল আবেদীন। আলোচনা করেন, সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি ও ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সংগঠনের উপদেষ্টা ফারুক আহম্মেদ, ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম-সম্পাদক খবির উদ্দিন, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার হায়দার, যুগ্ম-সম্পাদক আ. রব বাবু, শহিদুল আলম, ইছাহাক আলী, বদিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবু তরফদার।