জাঁকজমকপূর্ণ পরিবেশে মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন
মুজিবনগর প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ মুজিবনগর উপজেলা শাখার সম্মেলন গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। এতে হেলাল উদ্দীন লাভলু সভাপতি ও শেখ সাকিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী সম্মেলন শেষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও যুগ্ম সম্পাদক গাংনীর কৃতি সন্তান রেজাউল ইসলাম রেজা ৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে কমিটির নাম প্রকাশ করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি সানি ও যুগ্ম সম্পাদক রাকিব। এর আগে বেলা সাড়ে ১১টার সময় মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রেজাসহ নেতৃবৃন্দ। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মুজিবনগর মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। মুজিবনগর উপজেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাইফুর রহমান সোহাগ। ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর মানচিত্রে মাথাউচু করে দাঁড়িয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তর্ভুক্তি মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে। ৭ মার্চের ভাষণ এক সময় ১৬ কোটি মানুষের সম্পদ ছিলো। এখন তা সারা বিশ্বের মানুষের সম্পদে পরিণত হয়েছে।
দেশ সন্ত্রাস, দরিদ্র মুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ছাত্রলীগের নেতৃত্বে মাদকমুক্ত করে আগামী ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর ২টি আসনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিবেন তাকে জয়যুক্ত করতে হবে। ছাত্রলীগের যারা নেতা নির্বাচিত হবেন তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। ভবিষ্যতে এদেশের কর্ণধর হতে হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন, এবং ভবিষ্যতে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান তার নিরিখের কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক এমএ খালেক, সদর উপজেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, কেন্দ্রীয় ছাত্রলীগ যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রেজা, মুজিবনগর উপজেলা আ.লীগ সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা যুবলীগ আহ্বায়ক মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. আব্দুস সালাম, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য এমএএস ইমন। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সম্পাদক জানিব, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খুদা রুবেল, সম্পাদক মাসুদ রানা, গাংনী ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সম্পাদক বিপ্লব হোসেন। উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ। জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্মেলন হওয়ায় নেতাকর্মীরা ছিলেন উচ্ছসিত। সম্মেলনের মধ্যদিয়ে নেতাকর্মীরা নতুন উদ্যোমে কাজ করবেন বলে মতামত প্রকাশ করেন অনেকেই।