মেহেরপুর অফিস: মেহেরপুরে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ উপলক্ষে জেলা পর্যায়ে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সুশিল সমাজের প্রতিনিধি আলহাজ্ব আশকার আলী, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী প্রমুখ।