মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে চৌকিদার এক প্রতিবন্ধী যুবতী ধর্ষণের অভিযোগে থানায় মামলা। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।
এলাকাবাসী ও থানাসূত্রে প্রকাশ, গত ১২ নভেম্বর উপজেলার শ্যামকুড় গ্রামের প্রতিবন্ধী যুবতীকে একই গ্রামের আবুল হোসেনের ছেলে শ্যামকুড় ইউপির চৌকিদার গোলাম রহমান (৩৫) তাকে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে লম্পট গোলাম রহমান এলাকা ছেড়ে পালিয়েছে। প্রতিবেশিরা জানায়, প্রতিবন্ধীর বাড়ির পাশে একটি মেহগনি বাগানে পাতা কুড়াচ্ছিলো। এমন সময় গোলাম রহমান তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার পিতা জানায়, আমার মেয়ে একজন শারীরিক ও বাক প্রতিবন্ধী। সে ঠিকমত চলাফেরা করতে পারে না। তাকে যে এই ক্ষতি করেছে আমি তার বিচার চাই। এ বিষয়ে মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির বলেন, গত ২৮ নভেম্বর একটি মামলা করা হয়েছে। আসামীকে গ্রেফতার করার জোর প্রচেষ্টা চলছে।