চুয়াডাঙ্গায় জেলা ব্র্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা ব্র্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান ও আদর্শ সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এসএম ইস্রাফিল। সভায় আরও উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সুচিত্র রঞ্জন দাস, সহকারী কমিশনার পাপিয়া আক্তার প্রমুখ।
সভায় জানানো হয়, চুয়াডাঙ্গা জেলার ব্র্যান্ডিং হিসেবে ‘ব্লাক বেঙ্গল গোট’ কে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। কারণ চুয়াডাঙ্গার ‘ব্লাক বেঙ্গল গোট’ ই বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। প্রথম দিকে ব্র্যান্ডিঙের লোগোটায় পুরো একটি ছাগলের ছবি দেয়া হয়েছিলো। পরে সেটির গ্রাফিক্স ডিজাইনের উন্নয়ন করে চূড়ান্ত একটি লোগো তৈরি করা হয়েছে। বর্তমান লোগোটি আগের চেয়েও অনেক বেশি মানানসই। এছাড়া বিভিন্ন জেলা তাদের পরিচিতি হিসেবে বই প্রকাশ করেছে। এই বইয়ে ওইসব জেলার ঐতিহাসিক নিদর্শন ও বিখ্যাত জিনিসের ছবি এবং তথ্য অন্তর্ভুক্ত করেছে। চুয়াডাঙ্গাতেও এই উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছে। এজন্য সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক।