পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে হায়দারপুর ও পিরোজখালী মসজিদের সোলার প্যানেলের টাকা আত্মসাতের অভিযোগ

ডিঙ্গেদহ প্রতিনিধি: প্যালাসাইড নির্মাণ ও ১% এর বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগের পর আবারও চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের বিরুদ্ধে এবার টিআর ও কাবিটার অনুকূলে হায়দারপুর মাঠপাড়া জামে মসজিদ ও পিরোজখালী পূর্বপাড়া জামে মসজিদের সোলার প্যানেল স্থাপনের টাকা আত্মসাৎ করার অভিযোগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার সময় পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর ও পিরোজখালী গ্রামের ১৪জন ব্যক্তির স্বাক্ষরিত লিখিত অভিযোগপত্রটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট প্রদান করেন। অভিযোগে জানা যায় ২০১৬-১৭ অর্থবছরের উপজেলা পরিষদ থেকে বরাদ্দকৃত টিআর ও কাবিটার টাকার অনুকূলে ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের ইউনিয়ন পরিষদের সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে হায়দারপুর মাঠপাড়া জামে মসজিদ ও পিরোজখালী পূর্বপাড়া জামে মসজিদের সোলার প্যানেল স্থাপনের প্রকল্পটি অনুমোদিত হয়। কিন্তু দুঃখের বিষয় গতকাল বুধবার পর্র্যন্ত উল্লেখিত মসজিদের সোলার প্যানেল স্থাপন করা হয়নি। কিন্তু বর্তমান চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস সুচতুরভাবে সাবেক চেয়ারম্যান আবু তাহের ম-লের দেয়া সোলার প্যানেল দেখিয়ে ২০১৬-১৭ অর্থবছরে মসজিদ দুটির সোলার প্যানেলের বরাদ্দকৃত টাকাগুলো আত্মসাৎ করেছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে পিরোজখালী ও হায়দারপুর গ্রামবাসী।