দামুড়হুদায় গাঁজা বিক্রেতাসহ ৬ মাদকসেবী গ্রেফতার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা বিক্রেতাসহ ৬ মাদকসেবীকে আটক করেছে। আটককৃতদের নামে মামলা দায়ের পূর্বক গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নেতৃত্বে এসআই আব্দুল গফুর, এএসআই মহিউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে গত মঙ্গলবার দিনগত রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ছোটদুধপাতিলা গ্রামের ইব্রাহিম শেখের ছেলে বারিক হোসেনকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করেন। এ ছাড়া দর্শনা তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ও শোনিত কুমার গাইনের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই লাভলু ও মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে দর্শনা জয়নগরের আতর আলীর ছেলে মাদকসেবী কেসমত আলী (২৫), একই গ্রামের ডাবলু মোল্লার ছেলে ফেরদৌস মোল্লা, দর্শনা দক্ষিণ চাঁদপুরের নাজিম উদ্দীনের ছেলে নাজমুল হোসেন (২২), মদনা গ্রামের আকরামের ছেলে শহিদুল এবং একই গ্রামের মোলামের ছেলে মোস্তফা (২৮) এই ৬ মাদকসেবীকে আটক করেন। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।