দামুড়হুদার রুদ্রনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিকসহ আহত-৪

দর্শনা অফিস: দামুড়হুদার কার্পাসডাঙ্গা-দর্শনা সড়কের রুদ্রনগরে মোটরসাইকেল দূর্ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় সাংবাদিক মধুসহ ৪ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে স্থানীয় ক্লিনিকে। দামুড়হুদার কার্পাসডাঙ্গা গোরস্থানপাড়ার সিরাজুল ইসলামের ছেলে দর্শনা প্রেসক্লাবের দফতর সম্পাদক জিল্লুর রহমান মধু, মাঝপাড়ার মজিবর রহমানের ছেলে রমিজ উদ্দিন গমেজ ও কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর বাগানপাড়ার ফকির উদ্দিনের ছেলে আতিয়ার রহমান গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে মোটরসাইকেল যোগে দর্শনায় আসছিলেন। এদিকে কুড়ুলগাছি পশ্চিমপাড়ার কাউসার আলীর ছেলে সালাম লোকনাথপুর থেকে নেশা করে বাইসাইকেল যোগে ফিরছিলেন বাড়িতে। পথিমধ্যে রুদ্রনগর নামক স্থানে মোটরসাইকেল বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৪ জনই ছিটকে পড়ে পিচ রাস্তার ওপর। মারাতœকভাবে রক্তাক্ত আহত হয়েছেন সালাম, আতিয়ার, গমেজ ও সাংবাদিক মধু। আহতদের উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছে, সালাম নেশাগ্রস্ত অবস্থায় থাকায় এ দূর্ঘটনা ঘটে।