দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার মোক্তারপুরে শত্রুতাবসত দেড়বিঘা জমির লাউক্ষেত এবং ৩ বিঘা জমির ভুট্টাক্ষেত কেটে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ চাষি আ. মান্নান থানায় মামলা দায়ের করেছেন। গত মঙ্গলবার ভোর ৫টার দিকে প্রতিপক্ষরা ওই লাউ ও ভুট্টাক্ষেত কেটে বিনষ্ট করে।
জানা গেছে, দামুড়হুদার সদর ইউনিয়নের মোক্তারপুর গ্রামের মৃত দুখু ম-লের ৩ ছেলে আব্দুল মান্নান, আব্দুল মুন্নাফ ও হারুন চলতি মরসুমে হাতিভাঙ্গার বটতলার মাঠে ৩ বিঘা জমিতে লাউ এবং পার্শবর্তী বেনাজোলের মাঠে ৩ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেন। গত মঙ্গলবার ভোর ৫টার দিকে হাতিভাঙ্গা গ্রামের আলমের দু’ছেলে জালাল ও আমিন, একই গ্রামের শহিদুলের ছেলে সানু, কাটু মল্লিক ওরফে কেটেবাজের দু’ছেলে আলী ও আমিরুল, আলীর ছেলে মিজান, আমিরুলের ছেলে ওয়াসিম, ফড়ংয়ের ছেলে শরীফসহ ভাড়াটিয়া আরও ৫-৭ জন ওই জমির লাউক্ষেত ও ভুট্টাক্ষেত কেটে বিনষ্ট করে। এ সময় ওই জমিতে কাজ করা লেবারদের জোরপূর্বক তাড়িয়ে দিয়ে জবর-দখল করার চেষ্টা করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ চাষি আব্দুল মান্নান বাদী হয়ে গতকাল বুধবার দামুড়হুদা থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের নামে মামলা দায়ের করেছেন। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এলাকার সচেতন মহল মন্তব্য করতে গিয়ে বলেছেন, শত্রুতা থাকলে মানুষের সাথে আছে। তাই বলে জমির ফসল কেটে বিনষ্ট করাটা জঘন্যতম কাজ বলেও মন্তব্য করেন তারা।