দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নাটুদাহ ইউনিয়নে ২নং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচনে দাখিলকৃত ৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষনা করা হয়েছে। গতকাল বুধবার রিটার্নিং অফিসার দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান প্রার্থীদের উপস্থিতিতেই দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন। বৈধ ৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, জগন্নাথপুরের মৃত অমূল্য ম-লের ছেলে আত্তাব আলী, একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে আনিছুর রহমান, মোলাম শেখের ছেলে ইন্নাল শেখ, আকবার আলী তরফদারের ছেলে জয়নাল আলী তরফদার, দাউদ হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং আবুল হোসেনের ছেলে শাহিন হোসেন।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর নাটুদাহ ইউনিয়নের ২নং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো ২৭ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর এবং ভোট গ্রহণ আগামী ২৮ ডিসেম্বর।