স্টাফ রিপোর্টার: ব্যাটসম্যান মাশরাফির দাপটে বিপিএল এখন উত্তাল। দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে প্রতিপক্ষের থেকে জয় ছিনিয়ে আনছে ব্যাটসম্যান মাশরাফি। সিলেট সিক্সার্সের বিপক্ষে শেষ দুই ওভারে রংপুর রাইডার্সের প্রয়োজন ছিলো ২০ রান। আগের ম্যাচে তিন নম্বরে নেমে ১৭ বলে ৪২ রানে ঝড় তোলা মাশরাফি বিন মুর্তজা এদিন নামলেন নিচের দিকে। ১৪৬ রানে ছয় উইকেট হারিয়ে বিপদে পড়া রংপুর রাইডার্সকে জিতিয়েই মাঠ ছাড়েন মাশরাফি। ১০ বলে ১৭ রান করে এদিন অপরাজিত থাকেন রংপুর অধিনায়ক। যদিও সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কারটা পান তিন উইকেট পাওয়া রংপুরের স্পিনার নাজমুল ইসলাম অপু।
তবে ম্যাচ সেরা না হলেও দলের কাছ থেকে ঠিকই পুরস্কার পেলেন রংপুর অধিনায়ক মাশরাফি। ম্যাচ শেষে ড্রেসিংরুমে জয়ের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিলেন রংপুরের খেলোয়াড়-কোচিং স্টাফ-মেন্টররা। এ সময় রংপুর রাইডার্সের মেন্টর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম অধিনায়ক মাশরাফির হাতে তুলে দেন পুরস্কার!
পুরস্কার মাশরাফির হাতে দেয়ার আগে দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম এক বক্তব্যে বলেন, ‘প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, আর কেউ নয় আমাদের অধিনায়ক মাশরাফি। তাই তার জন্য এই ছোট্ট পুরস্কার।’ নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দু’হাত তুলে উল্লাস প্রকাশ করেন অধিনায়ক। এরপর মেন্টরের কাছ থেকে ১০০০ টাকার একটি নোট বুঝে নেন তিনি। এসময় টম মুডি, ক্রিস গেইলসহ দলের অন্য খেলোয়াররাও মাশরাফিকে অভিনন্দনও জানিয়ে দেন ।