জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় জয়িতা অন্বেষণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে পাঁচ জয়িতাকে নির্বাচিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে জীবন কাহিনী ও সাক্ষাতকারের ভিত্তিতে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত জয়িতা নির্বাচন অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোম্মানা বিলকিস, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ কুমার পাল ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু সহযোগিতা করেন। নির্বাচনে ইউনিয়ন ও পৌরসভা হতে ৫টি ক্যাটাগরিতে ১৩জনকে মনোনীত করা হয়। মনোনীতদের জীবন কাহিনী ও তাদের সাক্ষাতকারের
ভিত্তিতে ৫ জনকে জয়িতা হিসেবে চূড়ান্ত করা হয়। পাঁচ জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে দৌলৎগঞ্জের রবগুল ইসলামের স্ত্রী নাসরিন খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সোন্দাহের সিরাজুল ইসলামের মেয়ে নাহার বানু, সফল জননী নারী হিসেবে খয়েরহুদার মৃত মতিয়ার রহমানের স্ত্রী মাহফুজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসেবে গোয়ালপাড়ার রোজিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কন্দর্পপুরের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী শাহানারা খাতুন। উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর এ জয়িতা অন্বেষণ সম্পন্ন করে। মনোনীত জয়িতাদের জেলা পর্যায়ে মনোনয়নের জন্য পরবর্তীতে নাম পাঠানো হবে বলে সূত্রে জানানো হয়েছে।