চুয়াডাঙ্গা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবী সাঈদ আবারও পেলো ছাড়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহিবিভাগে কর্মরত স্বেচ্ছাসেবী সাঈদ আবারও রোগীকে ফুসলে বাইরের প্যাথলিজতে নেয়ার অপচেষ্টা চালিয়ে ধরা পড়েছে। তালতলার কিতাব আলীর স্ত্রী আলোকাকে হাসপাতালেরই প্যাথলজিতে গিয়ে আরবিএস ও ইসিজি করার জন্য ডা. আবুল হোসেন পরামর্শ দেন। সুযোগ বুঝে স্বেচ্ছাসেবী সাঈদ রোগীকে হাসপাতালের প্যাথলজিতে না নিয়ে বাইরের প্যাথলজিতে নেয়ার চেষ্টার সময় কিছু ব্যক্তির হাতে ধরা পড়ে। গতকাল থেকেই তাকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সুযোগ কেড়ে নেয়ার প্রক্রিয়া হবে। তবে এবার শেষবারের মতো তাকে ক্ষমা করে দেয়া হয়। এর আগেও সাঈদকে অভিন্ন অপরাধের বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। এরপরও কমিশনের লোভে রোগী ও রোগীর লোকজনকে ভুল বুঝিয়ে বাইরের ডায়াগনস্টিকে নেয়ার অপচেষ্টা অব্যাহত থাকায় অনেকেই হতবাক হয়েছে।

Leave a comment