ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুর রাজ্জাক বিটুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আছর চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র গ্রামে মরহুমের নিজ বাড়িতে। দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শঙ্করচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বিটুলের ভগ্নিপতি আ. রাজ্জাক। দোয়া পরিচালনা করেন ডিঙ্গেদহ দাখিলী মাদরাসার শিক্ষক মাও. আলি নুর বিশ্বাস। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার আইনাল হক, বেগমপুর ইউনিয়নের উপ-সহকারী ভূমি অফিসার আতিকুল হক, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী জাহিদুল ইসলাম, সার্ভেয়ার ইকতিয়ার উদ্দিনসহ এলাকার মুসুল্লিগণ।