স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু জাতিরপিতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ডকুমেন্টারি প্রদর্শন শেষে ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে ৪র্থ শ্রেণির ছাত্র ওমায়েদ হোসেন, দ্বিতীয় হয়েছে একই শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল রাফিন ও তৃতীয় হয়েছে একই শ্রেণির সাদমান আব্দুল্লাহ সাজিদ।
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য দিয়ে বলা হয়েছে, গতকাল বুধবার চুয়াডাঙ্গা কোর্টপাড়ার ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ৭ মার্চের এ ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় ডকুমেন্টারি প্রদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তথ্য অফিসার ছাড়াও কুইজ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থেকে আয়োজনের পূর্ণতা দেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন।