স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সার্কিট হাউজের সামনে মিনি ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলার ও ইজিবাইক উল্টে ৫ জনসহ পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছে। আহতরা হলেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁচামারী উত্তরপাড়ার মৃত আত্তাব আলী মণ্ডলের ছেলে আব্দুস সাত্তার (৪৫), থ্রি-হুইলারের ৫ জন যাত্রী দামুড়হুদার উজিরপুর মোল্লাপাড়ার মৃত বাবর আলীর ছেলে ইজিবাইক চালক নজরুল ইসলাম (৪৮), ডুগডুগি বাজারপাড়ার মৃত ফকির চাঁন মণ্ডলের ছেলে চুয়াডাঙ্গা পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির অফিস সহকারী তাহাব আলী (৪৫), দর্শনার আবু তালেবের ছেলে কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক রাজু আহমেদ (২৫), দামুড়হুদা মাদরাসাপাড়ার ইছাহাক আলীর ছেলে জুয়েলার্স ব্যবসায়ী হাসান (৩৫), দামুড়হুদা বাজারপাড়ার আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৫) এবং চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা আবাসন প্রকল্পের বাসিন্দা তৈয়ব আলীর ছেলে পাখিভ্যান চালক আবু তালেব (৩৫) ও পাখিভ্যানের যাত্রী একই এলাকার মিলপাড়ার আব্দুস সালামের স্ত্রী নুরুন্নাহার (৪০। আহতদের গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী থ্রি-হুইলারের যাত্রী মনিরুজ্জামান বলেন, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া থ্রি-হুইলারটি চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের সার্কিট হাউজের সামনে পৌছালে থ্রি হুইলারটি একটি ইজিবাইককে ওভারটেক করে যাওয়ার সময় দ্রুতগতির একটি মিনি ট্রাক পেছন দিক থেকে তাদের গাড়ির ধাক্কা দেয়। মিনি ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলার উল্টে সামনের ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। থ্রি-হুইলার ও ইজিবাইক সড়কের পাকা রাস্তায় উল্টে ইজিবাইক চালক নজরুল ইসলাম, থ্রি-হুইলারের যাত্রী তাহাব আলী, রাজু আহমেদ, হাসান ও সাইফুল ইসলাম আহত হয়েছেন।
অপর ঘটনায়, গতকাল দুপুরে ভাংবাড়িয়ার আব্দুস সাত্তার চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিস থেকে কাজ শেরে বাড়ি ফেরার পথে বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের জ্যোতি বিস্কুট ফ্যাক্টরির সামনে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়। এদিকে, গতকাল রাত ৮টার দিকে নুরুন্নাহার তার প্রতিবেশী আবু তালেবের পাখিভ্যানে চড়ে চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের দৌলাতদিয়াড় মৌসুমী ফুডের সামনে পৌঁছুলে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে পাখিভ্যান উল্টে সড়কের পাকা রাস্তায় আছড়ে পড়ে আহত হন। স্থানীয় লোকজন ও নিকটজনেরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।