ঘুমের ইনজেকশনসহ মাদককারবারি পাকড়াও

স্টাফ রিপোর্টার: নেশার জন্য ঘুমের ইনজেকশন ফেরি করার সময় চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে দৌলাতদিয়াড় চুনুরীপাড়ার তানজিল ইসলাম (৩০)। সে রমজান আলীর ছেলে। গতকাল বুধবার দুপুরে তাকে বড়বাজার মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে ১১ অ্যাম্পুল ঘুমের ইনজেকশনসহ আটক করা হয়।
পুলিশসূত্র বলেছে, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই জগদীশ চন্দ্র বসু গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ব্রিজের ওপর ঘুমের ইনজেকশন ফেরি করছে এক মাদককারবারি। এ তথ্য পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তানজিল ইসলামকে আটক করেন। তার দেহ তল্লাশী করে উদ্ধার করেন ১১ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন। যা নেশোখোরদের মাঝে বিক্রির জন্য সে অপেক্ষা করছিলো। খোদ্দেরের অপেক্ষায় ব্রিজের ওপর অবস্থানকালে হাজির হয় পুলিশ। গতকালই তাকে মামলাসহ সদর থানায় হস্তান্তর করা হয়। গতকালই সদর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত দীর্ঘদিনের চিহ্নিত মাদক কারবারি তানজিলকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।