গাংনীর করমদিতে একই রাতে চার দোকানে চুরি

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর করমদি গ্রামে একই রাতে চারটি দোকানে চুরি সংঘঠিত হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, করমদি পাগলা ব্রিজ মোড়ের মহাম্মদ আলীর রড সিমেন্ট দোকান, সাবেক মেম্বার দানিয়েল হোসেন ও মশিউর রহমানের মুদি দোকান এবং সন্ধানী বাজার মোড়ের ইসমাইল হোসেনের মুদি দোকানের তালা ভেঙ্গে চুরি হয়। চোরেরা দোকান থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।