কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের ৪দিন পর পুকুর থেকে আব্দুর জব্বার (৭০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে তার বাড়ির পাশের একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ওই শিক্ষক কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত রমজানের ছেলে এবং কুমারখালী জেএন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, গত ২৪ নভেম্বর তিনি নিখোঁজ হয়। এ ঘটনায় তার ছেলে হুমায়ন কবির কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করে।
গতকাল বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশ্ববর্তী পুকুরে তার লাশ দেখতে পেয়ে তার পরিবারের খবর দেয়। পরে নিহতের ছেলে এসে তার পিতার লাশ সনাক্ত করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।