উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে

চুয়াডাঙ্গার বেগমপুর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধনকালে টগর এমপি

বেগমপুর প্রতিনিধি: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উন্নয়নের রূপকার, গণমানুষের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যান্ত আস্তাভাজন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সহ-সভাপতি হাজি আলী আজগার টগর এমপি। তারই অংশ হিসেবে গতকাল বুধবার দিনব্যাপী চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন তিনি। কাজের উদ্বোধনের পাশাপাশি গণসংযোগ, দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়ও করেন তিনি। এসময় আলী আজগার টগর এমপি বলেন, স্বাধীনতা সংগ্রামের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতীর মুক্তিদাতা, অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সোনার বাংলা গড়তে জাতিকে দেখিয়ে ছিলেন স্বপ্ন। আর সে স্বপ্ন বাস্তবায়ন করতে হাতে নিয়ে ছিলেন নানা কর্মসূচি। তাতে ইর্ষান্বিত হয়ে ক্ষমতা লোভি কিছু মানুষ তাকে নির্মমভাবে হত্যা করে। দীর্ঘদিন আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতার বাহিরে থাকে। নানা ষড়যন্ত্রকে মোকাবেলা করে দীর্ঘদিন পর আ.লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে একের পর এক উন্নয়ন করে চলেছেন। বর্তমান সরকারের উন্নয়নে ইর্ষান্বিত হয়ে পঁচাত্তরের সে সব ঘাতকেরা আজও দেশের মধ্যে ঘাপটি মেরে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আসুন আমরা শপথ নিই বাংলাদেশ আ.লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়তে সকল ষড়যন্ত্র প্রতিহত করি। মনে রাখবেন চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে এবং সোনার বাংলা গড়তে হলে দলের নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ, জাতি ও দলের স্বার্থে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আমি নেতা নই, নৌকার একজন সেবক হিসেবে আপনাদের সেবা করে জীবনের বাকি সময় টুকু পার করতে চাই। বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে কৃষিতে ভর্তুকি, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিধবাভাতা, বয়স্কভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিএফ, ভিজিডি, চিকিৎসা ব্যবস্থা, ভিক্ষুক মুক্তকরণ, মানুষের মাথাপিচু আয় বৃদ্ধি, রিজার্ভ বৃদ্ধি, চাকরি জীবিদের সুযোগ-সুবিধায় বাস্তবিক উন্নয়ন করেছেন। এ ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত রাখার দায়িত্ব আপনাদের। গতকাল বুধবার যে সমস্ত উন্নয়ন কাজের উদ্বোধন করেন তার মধ্যে রয়েছে বেগমপুর-যদুপুর ৩ হাজার ১৬০ মিটার সড়ক উন্নয়ন, বোয়ালিয়া সিরাজের বাড়ি থেকে বটতলা বাজার ১ হাজার ৫২ মিটার সড়ক উন্নয়ন, মাখালডাঙ্গা-দোস্ত হাটের ৭ হাজার ৭৩৫ মিটার সড়ক উন্নয়ন, উজলপুর-দোস্তহাটের ৮’শ মিটার সড়ক উন্নয়ন ও কোটালী-ফুরশেদপুর ৯৫৫ মিটার সড়ক উন্নয়ন পাকা করণের কাজ। এছাড়াও বেগমপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, আ.লীগ নেতা বাবলু মেম্বার, কাজল আহম্মেদ, শিক্ষক শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক মাস্টার, আব্দুল্লাহ, মিজানুর রহমান, আব্বাছ মেম্বার, আবুল কাশেম, মতিয়ার রহমান, নিজাম ডাক্তার, আনছার আলী, আব্দুল বারি বিশ্বাস, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোলাইমান হক ছলিম, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ, যুবলীগ নেতা আহসান হাবীব, এনাফ বিশ্বাস, আতিয়ার রহমান, জাহিদুল ইসলাম ছাত্রলীগ নেতা অপু সরকার প্রমুখ।