স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের নির্বাচনী পথসভা ও গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকাল পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি সন্ত্রাস জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় দেশরত্ম শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক বিশ্বাস গতকাল বুধবার আলমডাঙ্গার ভাংবাড়িয়াসহ পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগসহ পথসভা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ নভেম্বরের ভাষণকে আন্তর্জাতিক মর্যাদা দেয়ায় ইউনেস্কোকে সাধুবাদ জানিয়ে বলেন, বিশ্বের মাঝে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন প্রধানমন্ত্রী। আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে যাতে নির্বাচিত হতে পারেন সে লক্ষ্যে সকলের নিকট দোয়া কামনা করেন। এ সময় তার সাথে ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাদুল রহমান বিশ্বাস, সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম নান্নু, সেক্রেটারি সুজন আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন, আওয়ামী লীগের প্রবীণ নেতা সিরাজুল ফকির, ব্যবসায়ী টেপাকন, লিটন প্রমুখ।