আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বণ্ডবিল গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আকামত আলীর (৭০) লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
জানা গেছে, ব-বিল গ্রামের মুন্সিপাড়ার মৃত রায়হান আলী ম-লের ছেলে আকামত আলী (৭০) মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী। তিনি জীবনবাজি রেখে আমাদের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব ছিনিয়ে এনেছিলেন। গত কয়েক বছর ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। এরই এক পর্যায়ে গতকাল সকাল ৮টায় তিনি নিজবাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুরে বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ লাইনের চৌকস একদল পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) লুতফুল কবীর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড আব্দুর রশিদ মোল্লা, নূর মোহাম্মদ জকু, আব্দুল লতিফ, ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী লিপু মোল্লা প্রমুখ। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।